Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

ক নজরে

জয়কৃষ্ণপু ইউনিয়ন।  

ঢাকা জেলার দক্ষিণে কেরানীগঞ্জ উপজেলার সংলগ্ন একটি ঐতিহ্যবাহী উপজেলা হলো নবাবগঞ্জ উপজেলা। নবাবগঞ্জ উপজেলার প্রায় ১৬ কিঃ মিঃ পশ্চিম প্রামেত্ম অবস্থিত শস্য শ্যামলা, সবুজ ঘাসে ঘেরা এই জয়কৃষ্ণপুর ইউনিয়ন। জয়কৃষ্ণপুর ইউনিয়নের মাঝামাঝি কঠুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, মেলা, বিচারগান, জারিগানসহ বিভিন্ন ক্ষেত্রে সুনাম ও ঐতিহ্য বজায় রেখেছে জয়কৃষ্ণপুর ইউনিয়ন।

 

সাধারন তথ্যাবলীঃ

১। নাম                              : ২নং জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ

২। অবস্থান                         : গ্রাম+পোঃ কঠুরী, উপজেলা- নবাবগঞ্জ, ঢাকা-১৩২২

৩। আয়তন                          : ১৬.৫৮ বর্গ কিঃ মিঃ

৪। মৌজা                            : ২০টি

৫। গ্রাম সংখ্যা                      : ২৯টি

৬। জনসংখ্যা                       : ১৬,৪৮৬ জন (পুরুষঃ ৭,৭২৭ জন, মহিলাঃ ৮,৭৫৯ জন)

৭। ভোটার সংখ্যা                   : ৮,৭৭২, পুরুষঃ ৪,১১৮, মহিলাঃ ৪,৬৫৪

৮। শিক্ষা প্রতিষ্ঠান                 : ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৫টি

                                         খ) বে.স. রেজি. প্রাথমিক বিদ্যালয়ঃ ০৩টি

                                         গ) উচ্চ বিদ্যালয়ঃ ০১টি

                                         ঘ) মাদ্রাসা/মক্তবঃ ১০টি

                                         ঙ) কিন্ডার গার্ডেনঃ ০৩টি

 

৯। শিক্ষার হার                     ঃ ৫১.১৬%

১০ স্বাস্থ্য প্রতিষ্ঠানঃ ক) ই,পি,আই, কেন্দ্র- ২৪টি (সাবেক প্রতি ওয়ার্ডে ৮টি করে)

                    খ) (U.H. F.W.C) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র ১টি, ঘোষাইল।

                   গ) কমিউনিটি ক্লিনিক (C.C) ২টি, সোনাবাজু, বালেঙ্গা

                   ঙ) (T.T.B.A) প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রীর সংখ্যা ৯ জন

                   চ) ডিপো হোল্ডার সংখ্যাঃ ৯ জন প্রতি ওয়ার্ডেঃ ১ জন করে।

                   ছ) স্বাস্থ্য সহকারী (H.A). ৩জন

                   জ) পরিবার কল্যাণ সহকারী ৫ জন (F.W.A)

                   ঝ) পরিবার পরিকল্পনা পরিদর্শক (F.P.I.) ১ জন।

                   ঞ) (S.A.C.M.O) ১ জন (উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার)

                    ট) (C.H.C.P) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার- ২জন।

 

১১। ধর্মীয় প্রতিষ্ঠান                ঃ ক) মসজিদ- ৩১টি

                                        খ) মন্দির/মঠ- ৩৮টি

                                        গ) কবরস্থান- ২২টি

                                        ঘ) শশ্মান ঘাট- ১টি

                                        ঙ) গীর্জা- ১টি

১২। ডাকঘর                        : ০২টি

১৩। বাজার                         : ০২টি

১৪। জনসংখ্যা ঘনত্ব               : ৯৯৪ জন (প্রতি বঃ কিঃ)

১৫। ঐতিহাসিক/দর্শনীয় স্থান     : জয়কৃষ্ণপুর জমিদারবাড়ী, ঐতিহাসিক পানিকাউর বটতলা।

 

১৬। নবগঠিত পরিষদ              : ক) ইউ.পি. নির্বাচনঃ ১৬/০৬/২০১১ইং

                                        খ) শপথ গ্রহণঃ ২৪/০৭/২০১১ইং

                                        গ) প্রথম সভাঃ ২৭/০৭/২০১১ইং

                                        ঘ) মেয়াদ উত্তীর্ণঃ ২৬/০৭/২০১৬ইং

 

১৭। ইউনিয়ন পরিষদের জনবল  : ক) নির্বাচিত চেয়ারম্যান/সদস্য= ১৩ জন

                                        খ) ইউ.পি সচিব ঃ ১ জন

                                        গ) গ্রাম পুলিশ             ঃ ১০ জন

                                        ঘ) তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা- ০২ জন

                                            (দিপংকর দেবনাথ রমন হালদার)