ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন ২ং জয়কৃষ্ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোষাইল গ্রামে ঘোষাইল উচ্চ বিদ্যালয়টি ২.৮২ একর জায়গার উপর অবস্থিত। বিদ্যালয়টিঅত্র ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ। বিদ্যালয়টিতে ১টি দ্বিতল পাকা ভবন, ১টি আধাপাকা ভবন ও ১টি টিনশেড ঘর রয়েছে। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য সুবিশাল খেলারমাঠ রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক শাখায় পাঠদানের অনুমোদন রয়েছে এবং একাডেমিক স্বীকৃতি, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাশাখায় পাঠদানের অনুমোদন সংক্রামত্ম কার্যক্রম যুগপৎভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকায় প্রক্রিয়াধীন রয়েছে ।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য: এডহক কমিটি
ক্রমিক নং | নাম | পদবি |
1. | দেওয়ান মাহবুবুর রহমান | সভাপতি |
2. | মো: মোক্তাল হোসেন | সদস্য সচিব ও প্রধান শিক্ষক |
3. | মো: ইকরামুল কবীর | শিক্ষকপ্রতিনিধি |
4. | মো: আব্দুস ছামাদ খান | অভিভাবক সদস্য |
অর্জন :
২০১০ সালের জেএসসি পরীক্ষায়২জন শিক্ষার্থীসাধারন গ্রেডে জুনিয়র বৃত্তি লাভ করে। অনুরূপ ২০১১ সালের জেএসসি পরীক্ষায়ও ১জন ছাত্র সাধারণ গ্রেডে জুনিয়র বৃত্তি লাভ করে এবং ২০১৩ সালের এসএসসি পরীক্ষায়১ জন শিক্ষার্থীজিপিএ ৫ লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
প্রতিবছর বিদ্যালয়ে ক্রমাগতভাবে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা উলেস্নখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকলে শ্রেণি ভিত্তিক শাখা খোলার ভবিষৎ পরিকল্পনা রয়েছে।
গ্রাম- ঘোষাইল, পোষ্ট - কঠুরী,উপজেলা : নবাবগঞ্জ, জেলা : ঢাকা- ১৩২০।
মোবাইল :০১৭৪৭৮২১৩১০
ইমেইল: ghoshailhighschool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস