জয়কৃষ্ণপুর ইউ,পি প্রায় ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে শত বছরের ঐতিহাসিক পানিকউর বটতলা। প্রতিবছরই এখানে মেলা হয়। বড় একটি বটগাছ রয়েছে। বটগাছ তলার আশে পাশে সবুজ ছায়া ঘেরা পরিবেশ, পাশে বিলচড়ি বিল, খোলা জায়গা নিরব নিবৃতিতে গল্পবলা, পাখির কলকাকলীর ডাক, সবকিছু যেন মনকে শীতল করে দেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস